নারায়ণগঞ্জ বন্দরে কিশোর গ্যাং রিফাত গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে অটো রিক্সাচালক অনিক (৩০) গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা আহত অটোচালক কে সুইচ গিয়ার দিয়ে চোখে, কানে রক্তাক্ত জখম করে ও লোহার রড দিয়ে পিটিয়ে নগর টাকা, মোবাইল ও আটো রিক্সা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে প্রাথমিক চিকিৎসা শেষে আহত অটো রিক্সা চালক অনিক বাদী হয়ে থানায় ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ১ লা জুলাই মঙ্গলবার রাত আটটা বন্দর উপজেলার হাজী ইব্রাহীম আলম চান স্কুল এন্ড কলেজের সামনে।
অভিযোগে জানা গেছে, বন্দরের কলাগাছিয়া আলিনগর এলাকার মোঃ জামাল মিয়ার ছেলে অনিক একজন অটোরিকশা চালক। ঘটনার দিন আলিনগর হতে বন্দর ঘাটে যাওয়ার সময় বন্দর উপজেলা সংলগ্ন হাজী ইব্রাহিম আলম চাঁদ স্কুল এন্ড কলেজের সামনে আসলে পূর্বে থেকেই ওৎ পেতে থাকা বন্দর উপজেলার পিছনের বালিগাও এলাকার ছিনতাইকারি ও কিশোরগ্যাং গ্রুপের সদস্য রিফাত সহ তার ৪-৫ জন সহযোগী অটো রিক্সাটি থামায়।
এ সময় রিফাত সুইচ গিয়ার দিয়ে অটোচালক অনিকের চোখে ও কানে রক্তাক্ত জখম করে। সেই সাথে রিফাতের সহযোগীরা লোহার রড দিয়ে অটো চালককে পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা অটোচালকের পকেট থেকে নগদ ১২ শত টাকা, একটি মোবাইল সেট ও অটো রিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় পথচারীরা অটোচালক অনিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে আহত আটো চালক বাদী হয়ে ঘটনার পরেই বন্দর থানায় রিফাত সহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ দায়ের করেন।