বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসকের লেখা প্রেসক্রিপশনের নির্দিষ্ট ওষুধ রোগীকে না দিয়ে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে আয়েশা ফার্মেসির বিরুদ্ধে। এসময় রাজু আহমেদ নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজু আহমেদ বাদী হয়ে আয়েশা ফার্মেসি আজাদ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বন্দর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা রাজু আহমেদ লিভার সমস্যায় আক্রান্ত হন। গত ১৮ মে লিভার সমস্যার জন্য ডাঃ এস.কে. এম. নাজমুল হাসানকে দেখান। সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেন এবং নিয়মিত চিকিৎসা নেন তিনি।
রাজু আহমেদ জানান, হাজীপুর স্ট্যান্ড সংলগ্ন আয়েশা ফার্মেসি থেকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে প্রথম পাতা ওষুধ ১৫ দিন খাওয়ার পরে ওষুধ শেষ হয়ে যায়। পরবর্তীতে প্রেসক্রিপশন অনুযায়ী অন্য এক ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসতে গেলে তাহার সাথে প্রেসক্রিপশনের ওষুধ মিল ছিল না। বরং সেখানে অন্য ওষুধ ছিল। দীর্ঘ ১৫ দিন আয়েশার ফার্মেসির ভুল ওষুধ খেয়ে স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। পরে ফার্মেসিতে গিয়ে ভুল ওষুধ এর বিষয়ে জিজ্ঞোসা করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমাকে দোকান থেকে মারধর করে বের করে দেয়া হয়।
রাজু আহমেদ আরো জানান, চিকিৎসকের লেখা প্রেসক্রিপশনের নির্দিষ্ট ওষুধ না দিয়ে ভুল ওষুধ খেয়ে পাশর্^প্রতিক্রিয়ায় আমি অসুস্থ্য হয়ে পড়ি এবং ১৩ হাজার টাকা খরচ করে পূনরায় ওষুধ খেয়ে আমি সুস্থ্য হই এবং বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ দেয়ার ঘটনায় আয়েশা ফার্মেসির মরিয়মকে গণমাধ্যমকর্মী পরিচয় দেয়ায় তিনি সংযোগ কেটে দেন।