ডেস্ক রিপোর্ট: ছাত্রজীবনে তিনি মানুষের বাড়িতে জায়গির বা লজিং মাস্টার (থাকা-খাওয়ার বিনিময়ে অবস্থাসম্পন্ন সন্তানদের পড়ালেখা শেখানো) হিসেবে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন। পৈতৃক সহায়-সম্বল বলতে ছিল না তেমন কিছুই। এক সময়ের লজিং মাস্টার ওসমান পরিবারের দোসর সেই গিয়াসউদ্দিন ভেন্ডার এখন শতকোটি টাকার সম্পদের মালিক। ওসমান পরিবারের ক্ষমতা অপব্যবহার করে জ্বাল জালিয়াতি করে মানুষের সম্পত্তি লিখে নেওয়া সহ নানান ভাবে অবৈধভাবে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। বন্দর একরামপুর ইস্পাহানি, আমিন আবাসিক এলাকায় ও রেলি আবাসিক এলাকায় একাধিক বহুতল ভবন গড়ে তুলেছে গিয়াসউদ্দিন ভেন্ডার। তাঁর বিরুদ্ধে দুদুকে তদন্ত করলে বেড়িয়ে আসবে আরো চাঞ্চল্যকর তথ্য এমন টাই জানিয়েছেন স্থানীয়রা।