বন্দর প্রতিনিধি… মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএ’র আয়োজনে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল ইসলাম,এলজিইডি’র প্রকৌশলী এসএম,সামিন ইশরাক,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,দারিদ্র্য বিমোচন অফিসার মতিউর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদাসন্দ রায়,সমাজ সেবা অফিসার ফয়সাল কবির,একাডেমিক সুপারভাইজার মামুন খান,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,তথ্য সেবা অফিসার ফেরদৌসী সোনিয়া, সাংবাদিক এসএম শাহীন ও স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মোটর সাইকেল চালানোর সময়ে কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করতে হবে। কারণ জীবনের মূল্য অনেক বেশি। সস্তা দামের হেলমেট ব্যবহার করে দুর্ঘটনায় আক্রান্ত হলে এর দায় থেকে যাবে। তিনি সবাইকে আরও সচেতন হওয়ার অনুরোধ করে বলেন, চালকদের প্রশিক্ষণের পাশাপাশি আইডি কার্ড, পোশাক ও হেলথ কার্ড করার ব্যাবস্থা করা হবে। যাতে সড়কে নিরাপত্তা থাকে। হেলমট ছাড়া পাম্পে জালানি তেল দেয়া হচ্ছে না। আমরা সবাইকে নিয়ে নিরাপদ সড়ক ও সকলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।