বন্দর প্রতিনিধি: বন্দরে পুলিশকে মারধর করে হাতকড়াসহ দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি কাটা সিফাতকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) রাত্র সোয়া ১১ টার দিকে উপজেলার কল্যান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০ টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী ব্রিজ সংলগ্ন রুবেলের চায়ের দোকানের সামনে থেকে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ সহ তার কর্মী সমর্থকরা দুর্ধর্ষ একাধিক মামলার আসামি কাটা সিফাতকে মারধর করে পুলিশকে খবর দেয়। পরে টহলরত মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে কাটা সিফাতকে গ্রেফতার করতে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকা রুবেলের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করে বন্দর থানায় নিয়ে আশার কল্যান্দি এলাকায় সিফাত গ্যাংয়ের ১৬ থেকে ১৮ জন সহযোগী দেশীয় অস্ত্র সহকারে ৭ থেকে ৮টি মোটরসাইকেল যোগে সিএনজির সামনে ও পিছনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের উপর অতর্কিত আক্রমণ করে আসামি সিফাতকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। এসময় অতর্কিত ভাবে এস আই জামাল উদ্দিন সহ ফোর্সদের উপর আক্রমণ করে মারধর করে এতে এসআই জামাল সহ ফোর্স হাতে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
পরবর্তীতে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই জামাল উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।