বিশেষ প্রতিনিধি:-শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা-১৪৩২ উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবক নার্গিস মাকসুদ। বুধবার বিকেল থেকে বন্দরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সবার মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পরে তিনি বন্দরের নমুনাবাজার হরিজন সমাজ সেবা সংঘের আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রতাপ চন্দ্র, সাধারণ সম্পাদক বাদল রায় ভানু, সহ-সভাপতি বাবু লাল, শ্রী শ্রী শ্যামা কালী পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ লাল, সাধারণ সম্পাদক শুভ চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে নার্গিস মাকসুদ বলেন,
“বাংলাদেশের মাটিতে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করছে — এটাই আমাদের সবচেয়ে বড় সম্প্রীতির নিদর্শন। ধর্ম-বর্নের আগে আমাদের পরিচয় আমরা মানুষ। তাই আমাদের উচিত আগে মানুষ হওয়া।
তিনি আরো বলেন, আমরা অতীতেও সকল ধর্মের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আসছে সংসদ নির্বাচন, যারা বিগত দিনে ভোট দিতে পারেননি, এবার আপনাদের সুযোগ এসেছে — উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারাবাহিকতা রাখতে আলহাজ্ব মাকসুদ হোসেনের জন্য দোয়া ও সমর্থন কামনা করছি।” ইনশাআল্লাহ মাকসুদ সাহেব নির্বাচিত হলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান সকলের সম্প্রীতির সেতু বন্ধন সৃষ্টি হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নার্গিস মাকসুদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে ঐক্য ও সম্প্রীতির অঙ্গীকার ব্যক্ত করেন।