1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
বন্দরে ভুমিদস্যু ঘোড়া মানিক ও তার ছেলে সরকারী খাল দখলের অভিযোগ - শিক্ষা তথ্য
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন এনায়েতপুরে হাজী আঃ কুদ্দুছ জুনিয়র হাইস্কুলে দোয়া অনুষ্ঠান  পটিয়া সদর বণিক সমিতির উদ্যােগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি উদ্যাগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন লামায় অপহরণের ঘটনার আটক ৪ বেশ কয়েকটি হাসপাতালে রোগীর চেয়ে ঔষধ কোম্পানির প্রচারকারী বেশি”চরম ভোগান্তিতে রোগী পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সংবলিত ব্যানার ব্যবহার এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হাসপাতালে রোগীর চেয়ে ঔষধ কোম্পানির প্রচারকারী বেশি- চরম ভোগান্তিতে রোগীরা সুনামগঞ্জে মাতৃভাষা দিবসে শহীদ মিণারে জনতার ঢল

বন্দরে ভুমিদস্যু ঘোড়া মানিক ও তার ছেলে সরকারী খাল দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বন্দর প্রতিনিধি: বন্দরে সরকারী খাস জমি ও পুকুর দখলের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভুমিদস্যু ঘোড়া মানিক ও তার ছেলে তারেকের বিরুদ্ধে

গত ২৮ অক্টোবর হাজীপুর এলাকার মৃত শফিউদ্দিন প্রধানের ছেলে আব্দুল মতিন বাদী হয়ে মানিক গং এর নামে উল্লেখ করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, পষ্চিম হাজীপুর রেললাইন জামে মসজিদের নামে বিগত ২০৯৫ সালে আমার পিতা মৃত শফিউদ্দিন প্রধান নামে হাজীপুর মোজা,১৪১,১৪৩,১৫১,থেকে ২৫৪নং দাগ পজর্ন্ত সরকারী ভাবে লিজ নিয়ে পষ্চিম হাজীপুর রেল লাইন জামে মসজিদের নামে প্রদান কর এবং তার পর থেকে মসজিদের থেকে বেশ কয়েক জন কে ঐ পুকুর টি ভাড়া দিয়ে আসছিল তার ধারাবাহিকতায় এলাকায় মানিক মিয়া নামে ২ বছরের জন্য চুক্তি নামা করে তার কাছে ভাড়া দেয় ঐ পুকুর টি কিন্তু নরপশু মানিক ও তার ছেলে তারেক মিলে সরকারী লিজকৃত পুকুর তাদের নামে করে নেয় এবং নরপশু ঘোড়া মানিক তৎকালীন সময়ে আওয়ামী লীগের পেতাত্তাদের কে সাথে নিয়ে জোর পূর্বক পুকুরটি দখল করে নেয় এবং আপন খালাতো ভাই পূর্ব হাজীপুর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে অলিউল্লাহ সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের যের ধরে তা প্রকাশ করে তাই আঃ মতিন গত ১২ বছর পূর্বে ঐ সব দাগে মামলা করি এবং আমরা মসজিদ কমিটি রায় পায় , কিন্তু রায় পাওয়ার পর থেকে পুকুরের সামনে কেউ গেলে বিবাদী ঘোড়া মানিক ও তার ছেলে তারিক বিভিন্ন অশ্লীন ভাষায় গালাগালি করে। বলে আমাকে খুন করে এই পুকুর দখল করবে এই বলে হুমকি প্রদান করে। ঘোড়া মানিক এখনো ১৮ নভেম্বর ঐ মামলায় পিটিশন দিয়ে নতুন করে বিবাদীর সাথে আরো ১০ থেকে ১৫ জনের নাম উল্লেখ করে ফৌঃ কাঃ বিঃ বিজ্ঞ আদালতে ধারণ করে। এবং বাড়িতে, বাড়িতে, পুলিশ পাঠিয়ে হয়রানী করছে। টাকা দিয়ে বিভিন্ন গুন্ডা বাহিনী এনে মসজিদের পুকুর টি এখনো আত্মসাত পায়তালা করে এই ঘোড়া মানিক।কি ভাবে একটি পুকুর দুইজনের নামে দেওয়া হয়, ভূমি উপদেষ্টার ও রেল মন্ত্রণালয় কাছে অনুরোধ জানাচ্ছি তা খতিয়ে দেখার জন্য।এর আগে তার ছেলে নব্য ভূমিদস্যু তারেক এরনামে সরকারি খাল / পুকুর ভরাটে করার জন্য মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি