বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত সাংবাদিকদের সুরক্ষা আইন, তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কলম বিরতি কর্মসূচি পালিত হয়। সেই ১৪ দফা দাবির অংশ হিসেবে ২০ মে (মঙ্গলবার) সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বন্দরের সাংবাদিকরাও এই কলম বিরতি কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সাবেক সভাপতি তথা বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এবং সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহীন-এর সভাপতিত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা। অনুষ্ঠানে এস এম শাহীন বলেন “সাংবাদিকদের অধিকার আদায়ে সকলে ঐক্যবদ্ধ হই। দেশব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করে আমরা সাংবাদিকরা এই দাবিগুলোর প্রতি আমাদের দৃঢ় অবস্থান প্রকাশ করছি।
সাংবাদিক সুরক্ষা আইন, তালিকা প্রণয়ন ও নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবির বাস্তবায়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ বন্দরে কর্মরত সকল সাংবাদিকদের অধিকার আদায়ে আমাদের একযোগে কাজ করতে হবে। বিভিন্ন সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিক জিকে রাসেল বলেন, সাংবাদিক এ সমাজের দর্পন। আজ সমাজের আয়নায় ফাটল ধরেছে৷ সাংবাদিক জিসান কারাগারে, নারায়ণগঞ্জ ফতুল্লা, রূপগঞ্জসহ বিভিন্ন দেশব্যাপী সাংবাদিকদের উপর চলছে চরম নির্যাতন। এগুলো চলমান থাকলে দেশের গণমাধ্যমের স্বাধিনতা ম্লান হবে। আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে একতাবদ্ধ। নারী সাংবাদিক মিস মম বলেন, আজকে সাংবাদিকরাতো বটেই বিশেষ করে নারী সাংবাদিকরা পদে পদে হেনস্তার স্বীকার হচ্ছে।
সাংবাদিকদের কাজ অন্যায়ের বিরুদ্ধে খবর প্রকাশ করা এভাবে হুমকি আর আক্রমণ করে নারী সাংবাদিকদের রুখে দেয়া যাবে না। কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তথা বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও প্রতিদিন নারায়ণগঞ্জ পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মান্নান খান বাদল বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ নন্দিত টেলিভিশনের বন্দর উপজেলা প্রতিনিধি সাজীদ হোসেন কিবরিয়া। অগ্রবাণী প্রতিদিন-এর নিজস্ব প্রতিবেদক শাহরিয়া প্রধাণ (ইমন) খবর ২৪ বার্তার সম্পাদক নাজমুল দৈনিক আজকের বাংলাদেশ-এর নির্বাহী সম্পাদক তাইজুল ইসলাম কাজল সাংবাদিক মিলন, প্রান্ত, আকরাম, জিহাদ সাংবাদিক মমতাজ মম ভোরের সকাল অনলাইন পোর্টালের মনির হোসেন আহম্মদ আলী, কামরুল ইসলাম রিমন, প্রমুখ।