বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে কদমরসূল সুইপার কলোনীতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এসময় বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র সহ টিটু নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে সেনাবাহিনীর ৭ম ফিন্ড রেজিমেন্ট এর উপ-অধিনায়ক মেজর আফসানের নেতৃত্বে বন্দর থানা পুলিশের সমন্বয়ে ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর সদস্যরা।
বন্দর থানা পুলিশের এস আই টিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুইপার কলোনীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একজন মাদক বিক্রেতা আটক করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে বিভিন্ন ঘরে তল্রাশি চালিয়ে ইয়াবা, প্রায় ৭০ বোতল দেশীয় মদ, ১৫০ পুড়িয়া গাঁজা, মাদক বিক্রির প্রায় নগদ ৩৯ হাজার টাকা, ১২ টি মোবাইল ও ৩ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
তারা দীর্ঘদিন যাবত অত্র কলোনী সহ বন্দরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলো। আমাদের যৌথবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।