বন্দর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুসাস্থ্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের দ্রুত মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ বিকেলে নাসিক ২২নং ওয়ার্ডের লেদারার্স এলাকায় অবস্থিত জাকির খানের কার্যালয়ে বন্দর থানা সেচ্ছাসেবক দলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ রাজনের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মো: ফারুক চৌধুরী, সালে আহমেদ রনি, শরিফ হোসেন, রাকিব হাসান রাজ, হুমায়ুন কবির মো. মোতালিব মো. হাবিবুর রহমান হাবিব।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায়, মো.ইবু, শাহিন, কালু, ওয়াসিম, মো. আলী, সুমন আহামেদ, ফারুক, শাহিন আহমেদ, তৌসিফ হোসেন, বাবুল ভান্ডারী, মো. টনি, সাজু, নিজু দাস, মহসিন, কৃষান দাস প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আু সুফিয়ান।