ইমদাদুল হক মিলন বন্দর:- বন্দর উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাথে সংযোগ যেন না হয়। তার প্রতিবাদে বন্দর উপজেলা ইউএও মহোদয়ের কাছে ১৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টায় সময় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান কার্যালয় গিয়ে বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এই স্মারকলিপিতে বলা হয়, আমরা বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন বাসী, আমরা বিগত দিনে বন্দর উপজেলার সাথে সংযুক্ত আছি।বর্তমানে আমাদের বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন কলাগাছিয়া,বন্দর, ধামগড়, মুসাপুর, এবং মদনপুর ইউনিয়নকে উপজেলা থেকে ভেঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে।
কিন্তু আমরা কলাগাছিয়া ইউনিয়নবাসি উক্ত পরিকল্পনার সাথে একমত নই, আমরা বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নবাসী একত্রিত হয়ে সংযুক্ত থাকতে চাই।আমরা বিভাজন চাই না এ কারণে ইউএনও মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হলো।
স্মারকলিপি প্রদান কালে ঐ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, বন্দর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এড. আকবর হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সহ-সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দিন ইসলাম বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মারুফ ইসলাম, ফরাজীকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মো. মোক্তার হোসেন মোঃ হাতেম তাই সহ অত্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গে এ সময় উপস্থিত ছিলেন।