ইমদাদুল হক মিলনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, গত দুই বছর আগে যুবদলের নেতা শাওন হত্যার দিনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে গিয়ে এখনো পঙ্গুত্ববরণ করেছেন এবং তার গায়ে বিএনপির লোগো লাগানো গেঞ্জি থাকায় কারনে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তিন মাস জেল খেটেছিল। আর ঠিক সে সময় তার মানিব্যাগে থাকা ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে যায় বিগত দুটি বছর চলে গেল আজও অসহায়ত্ব এবং পঙ্গুত্ব বরন করে, ঘরে বসে দিন কাটায় সে মানুষটি দেখার যেন কেউ নেই??
তার খোঁজ নিতে নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ এবং বন্দর থানার নেতৃবৃন্দ আজও কেউ আসেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বন্দর থানা কলাগাছিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বাসিন্দা বিএনপির কর্মী মোঃ জনি কে একটিবার জন্য হলেও খোঁজখবর নিতে / দেখতে কেউ আসল না হায় রে নিষ্ঠুর মানুষ এর নাম রাজনীতি কেউ গুলি খেয়ে জেল খেটে রাজনীতি করে,,আবার কেউবা সুবিধাবাদী রাজনীতি করে। ঐ দিনের এ হাড়িয়ে যাওয়া ন্যাশনাল আইডি কার্ডটি আমরা সকল বন্ধুরা মিলে ফিরিয়ে দিতে পারলেও তার জীবন থেকে যে দুটি বছর অসহায় পঙ্গুত্বয় হয়ে যে বিছানায় এখনো পড়ে আছে এবং জেলখানায় দিনগুলোকে ফিরিয়ে দিতে পারিনি। আদো পারব কিনা জানিনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন তিনি যেন বিষয়টি দেখেন গভর্নমেন্ট সরকার হলে ওর খোঁজ খবর রাখেন।