কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) হিসেবে সম্মাননা পেয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। শুক্রবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মিঠু’কে এ সম্মাননা দেয়া হয়। সাংবাদিকতায় অনন্য ভ‚মিকা ও সংবাদ পরিবেশনে দক্ষতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
এ সময় দৈনিক বাংলাদেশ বাণী’র প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সম্পাদক আযাদ আলাউদ্দিন, প্রকাশক অ্যাড. শাহে আলম এবং বার্তা প্রধানসহ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল উপজেলা প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এ সম্মাননার জন্য দৈনিক বাংলাদেশ বাণী পরিবার, বরিশাল প্রেসক্লাব ও সকল পাঠকপ্রিয়দের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সত্য ও ইতিবাচক সাংবাদিকতায় নিজেকে আরও নিবেদিত রাখতে চাই।”