এতে সভাপতি আবু জাফর ও সাধারন সম্পাদক আনিস এবং সাংগঠনিক সম্পাদক নাঈমুল নির্বাচিত হয়েছেন।
জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আবু জাফর সংখ্য প্রতীক-২ তিনি ৫২৯ ভোট পেয়ে বেসরকারিবাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান সংখ্যা প্রতীক-১ তিনি ২০০ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মো.আনিস সংখ্যা প্রতীকে-৪ তিনি ২২৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তাইফুর রহমান সংখ্যা প্রতীক-৭ তিনি পেয়েছেন ১৮৪ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কাজী নাঈমুল ইসলাম সংখ্যা প্রতীক-৮ তিনি ৪৫৫ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম সংখ্যা প্রতীক-৯ তিনি ২৭৭ভোট পেয়েছেন। উপজেলায় ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকদের ভোটার সংখ্যা ৭৬৩জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭৩৬ জন। বাতিল ভোটার সংখ্যা-৭।
এদিকে, গতমাসের ১৩ তারিখ মনোনয়ন ফরম বিতরন। ১৪ তারিখ মনোনয়ন ফরম জমা। ১৬ তারিখ যাচাই বাছাই। ১৯ তারিখ মনোনয়ন ফরম প্রত্যাহার। ২১ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ। ২৩ তারিখ প্রতিক বরাদ্দ ও ৭ ডিসেম্বর শনিবার ভোট গ্রহন। এতে সভাপতি পদে দুইজন তারা হলেন- মোহাম্মদ আবদুর রহমান সংখ্যা প্রতীক -১ ও আবু জাফর সংখ্যা প্রতীক-২। সাধারন সম্পাদক পদে পাঁচজন তারা হলেন-এইচএম রাকিবুল সোহাইন সোহাগ সংখ্যা প্রতীক-৩, মো. আনিস আহম্মেদ সংখ্যা প্রতীক-৪, মো. আবু নাসের খান সুমন সংখ্যা প্রতীক-৫, মো. জাহাঙ্গীর আলম সংখ্যা প্রতীক-৬ ও মোহাম্মদ তাইফুর রহমান সংখ্যা প্রতীক-৭। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন তারা হলেন-কাজী নাঈমুল ইসলাম সংখ্যা প্রতীক-৮ ও মো. ইব্রাহিম সংখ্যা প্রতীক-৯।