বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন,কালাইয়া -বাউফল মহা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ মিলানায়তনে দিবসটির উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ড সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমরান হাসান সোহেল,উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নুরন্নবী,দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান,সহ: সভাপতি অধ্যাপক মোঃ ফারুক হোসেন,সদস্য মোঃ দেলোয়ার হোসেন সহ প্রমুখ।