বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা’র সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা’র পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৬ জুলাই) বেলা ১১ টায় বাউফল প্রেসক্লাব বীর উত্তম শামসুল আলম তালুকদার মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদউল্লাহ- আল হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ তানভীর আহমেদ সুভন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ সমাজ গঠনে আদর্শবান ছাত্র হওয়া দরকার। আদর্শবান ছাত্র না হলে দেশে শান্তি আসতে পারেনা। ইসলামী ছাত্র আন্দোলনে সেই আদর্শের শিক্ষা দেওয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিধারা শিক্ষার্থীদের নিয়ে রাজনিতি করেন তাই জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা ড. মুহাম্মাদ ইউনুস সরকারকে বলতে চাইযে, আপনাকে বাংলাদেশের শিক্ষার্থীরা সংস্কার করার জন্য এই পদে বসিয়েছেন, কিন্তু আমরা এখনো উল্লেখযোগ্য সংস্কার দেখছি না।
এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসান আলী, জানাব আলহাজ্ব আবুল হোসেন আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা ও এইচ এম নুরুল আমিন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ।