বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা ও ইউনিয়ন শাখার উদ্যোগে পৌর শহরের গোলাবাড়ী এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলা কৃষক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) এ্যাডঃ গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন তারা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু।
আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন,বাউফল উপজেলা বিএনপিকে একতাবদ্ধ করে আরো শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপি’র প্রথীকে বিজয়ী করতে হবে। উপজেলা ,ইউনিয়ন সহ ওয়ার্ড পর্য়ায়ে কৃষক দলের কার্যক্রম আরো গতিশিল করতে হবে। এসময়ে তিনি আরো বলেন,গত কয়েকদিনআগে জামায়াত নেতার বক্তব্য শিষ্টাচার বহির্ভূত গনতান্ত্রিক হুমকি স্বরুপ বলে ক্ষোভ প্রকাশ করে শান্তিপ্রিয় শিক্ষিত জনপদ বাউফলে এমন উস্কানিমূলক বক্তব্য বেমানান বলে মন্তব্য করেছেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অলিয়ার রহমান, সাবেক উপজেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন মুন্সি, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সরদার,উপজেলা কৃষকদলের সদস্য সচিব সোহেল আকন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফয়সাল মোল্লা ,সাইফুল মোল্লা, কেশবপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জিয়া মুন্সি,বগা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বশির কাজী, ধূলিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক এবিএম সিরাজ হোসেন প্রমুখ। এ সভায় পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব সহ প্রায় ৩ শতাধীক সিনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।