বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাউফল সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে (বিলবিলাস বাজার সংলগ্ন এলাকায়) পুকুরে ডুবে আরিফ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশু আরিফ দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবার নাম সোহাগ হাওলাদার। আরিফের বড় ভাই সিয়াম জানান, ঘটনার দিন দুপুর ১২ টার দিকে আরিফ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনাটি এখনও জানা যায়নি, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”