বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পটুয়াখালীর বাউফলে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে বিএনপি পৃথক পৃথক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাউফল উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেনের নেতৃত্বে পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সভায় মিলিত হয়। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ , পৌর বিএনপির সাধারন সম্পাদক এটিএম মিজানুর রহমান, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খলিলুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে হাসপাতালস্ত রোড বিএনপির কার্যালয়ের সামনে থেকে রেলি ও সভা করে। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত এ কে এম হুমায়ন কবির প্রমুখ। বিএনপি দলীয় সাবেক এমপি তালুকদারের নেতৃত্বে নাজিবুরস্ত নিজ বাসভবন থেকে সভাযাত্রা বের করে সভা করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক তসলিম তালুকদার মো: গিয়াস উদ্দিন ছাএদলের সাবেক সভাপতি জুরান, অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে এদেশকে সোনারদেশে রূপান্তরিত করতে পারতেন। তার সহধর্মিনী আপোষহীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশের ব্যাপক উন্নয়ন করা হবে। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।