বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভার তরুন যুব সমাজের উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুনার্মেন্ট ২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ৬৮নং নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নাজিরপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সহ:সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাউফল ফাউন্ডেশনের সভাপতি ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ও ঢাকা দক্ষিন জামায়াতে ইসলামী সেক্রেটেরি ড.শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সহকারি অ্যাটনি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন,বিশিস্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আতিকুর রহমান নজরুল,বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন। খেলায় বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন ও নাজিরপুর সুলতারাবাদ শহরআলী মৃধা রানার্স আপ অর্জন করে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহন করেন।