বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১টায় র্যালীটি বিএনপি’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া পৃথকভাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বাধীন যুবদলের মিছিল অনুষ্ঠিত হয়। র্যালী শেষে বক্তব্য রাখেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, সাবেক ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম জুরান ও বিএনপি নেতা সাজাহান মিয়া।