বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে গত রাতে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাদক কান্ডে জড়িত ছিলেন সেচ্ছাসেবক দলের নেতা লিটন খন্দকার। গতকাল রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় সেচ্ছাসেবক দল নেতার বাড়ীতে তল্লাশি চালিয়ে ৫০০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজীর ১৭টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।