বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বাউফল, পটুয়াখালীর আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, পূর্ব আদাবাড়িয়া ডিএস আলিম মাদ্রাসা,অধ্যক্ষ মোঃ আবদুল দ্যাহিয়ান,কালাইয়া হাচান সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কর্পূরকাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ সহ বিভিন্ন মাদ্রাসার ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম, নাজিম উদ্দিন, মাই টিভি ও দৈনিক কালের কন্ঠ’র বাউফল উপজেলা প্রতিনিধি এম ওহিদুজ্জামান ডিউক, সাংবাদিক সবুজ সরকার ও ইয়াকুব আলী। সভায় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু, দফা এবং সময় নির্ধারণ করা হয়। পরে মাধ্যমিক পর্যায়ের শরীরচর্চা শিক্ষকদের সমন্বয়ে পরিচালনা কমিটি, ক্রয় কমিটি এবং নিরীক্ষা কমিটি গঠন করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রিয়া সামগ্রী বিতরণ করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “জেলার নির্দেশনা মোতাবেক সকল দফা এবং সময় ঠিক রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে সকল কমিটি ইতিমধ্যেই গঠন করে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।