1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : Nazrul Islam : Nazrul Islam
  3. [email protected] : pbangladesh :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শার্শার ডিহি ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের গনসংযোগ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সেলিম প্রধানের প্রার্থীতার বৈধতার আদেশ স্থায়ীভাবে স্থগিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু উলিপুরে দীর্ঘদিনেও ব্রিজ সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে পূবাইলে হারেজ আলী উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ শাহী সদস্য নির্বাচিত সোহেল চিশতী শার্শাকে ডিজিটাল হিসেবে গড়তে চাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার  বন্দরে দোয়াত কলম প্রতিকে গনসংযোগ করেন কৃষকলীগ নেতা হাজী মাঈনউদ্দিন দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়েও বড় বিএনপি তারা কিন্তু

সংবাদদাতা :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়েও বড় বিএনপি হিসাবে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। বিএনপির চেয়েও বেশি কট্টর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তারেক জিয়ার প্রতি আনুগত্য দেখাচ্ছেন বিএনপি নেতাদের চেয়েও বেশি। চাটুকারিতা করছেন সারাদিন ব্যাপী কিন্তু তারপরও তাদের ওপর বিশ্বাস রাখতে পারছে না বিএনপির হাই কমান্ড। বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী কিছু নেতা এতই খড়কুটোর মতো এবং অস্তিত্বহীন পরগাছায় পরিণত হয়েছেন যে, তারা এখন বিএনপিকে যেকোনো মূল্যে তোষণ এবং বিএনপির আশ্রয়লাভের জন্য যা খুশি সব কিছু করতে প্রস্তুত। এ কারণে তারা তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে এই বিকিয়ে দিচ্ছেন। বিএনপি এখন আনুষ্ঠানিক কোন জোটে নেই। ২০ দলীয় জোটের মৃত্যু হয়েছে বলে বিএনপি নেতারা ঘোষণা করেছেন। অন্যদিকে বিএনপি যে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে লাগাতার কয়েক দফা বৈঠক করেছিল তাদের সাথে কোন আনুষ্ঠানিক জোট করেনি। বরং তাদেরকে পাশে রেখে বিএনপি নির্বাচনের আগে যৌথ আন্দোলন করেছিল। যদিও সেই আন্দোলনের ফলাফল ছিল শূন্য। এ রকম একটা পরিস্থিতিতে নির্বাচনের পর জোট সঙ্গীদের পরামর্শ হচ্ছে নতুন করে আন্দোলন শুরু করা। কিন্তু সেই আন্দোলনও বিএনপি শুরু করতে ইতস্তত করছে। বিএনপির মধ্যে সাংগঠনিক সমস্যা যেমন তীব্র, তেমনি আন্দোলনের কৌশল নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য প্রবল। এরকম অবস্থায় বিএনপি না পারছে আন্দোলন করতে, না পারছে সংগঠন গোছাতে। দলের মধ্যে হতাশা দানা বেঁধে উঠেছে। বিএনপি যখন নিজেই এখন অস্তিত্বের সঙ্কটে সেই সময় বিএনপিকে আরও বেশি উৎসাহ দিচ্ছে, বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করছে তার জোটে যুক্ত হতে আগ্রহী নামসর্বস্ব পকেট রাজনৈতিক দলগুলো। এই রাজনৈতিক দলগুলোর নেতারা জানে যে, বিএনপি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের না আছে কর্মী, না আছে সমর্থক। তারা রাজনীতিতে একেবারে পরগাছা, অস্তিত্ববিহীন শেকড়হীন। আর এই কারণেই তারা এখন বিএনপির চেয়ে বড় বিএনপি সাজার চেষ্টা করছে। বিএনপির হতাশা দূর করার জন্য তারাই যেন মরিয়া চেষ্টা চালাচ্ছে। এরকম নেতাদের মধ্যে রয়েছেন;

মাহমুদুর রহমান মান্না: মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের একজন নেতা। তার বক্তব্য এখন এত বেশি অতিরঞ্জিত এবং বাস্তবতা বিবর্জিত যে, বিএনপির লোকজনও তার বক্তব্য শুনে হাসে। তিনি যখন বলেন যে, সরকারের পায়ের নিচে মাটি নেই বা সরকার পড়ে যাবে, তখন বিএনপি নেতারা তাকে উপহাস করেন। তিনি বিএনপিতে এখন কৌতুকের পাত্র হয়েছেন। নিজে অস্তিত্ব রক্ষার জন্য বিএনপিকে ফুলিয়ে ফাঁপিয়ে তারেক জিয়াকে তৈলমর্দন করে মাহমুদুর রহমান মান্না তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। ব্যক্তিত্বহীন প্রগলভ একজন শেকড়হীন রাজনীতিবিদের কি করুণ পরিণতি হয় মাহমুদুর রহমান মান্না তার প্রমাণ।

জোনায়েদ সাকি: জোনায়েদ সাকি আরেকজন পরগাছা। আদর্শহীন, বিভ্রান্ত, উদ্বাস্তু রাজনীতিবিদ। রোহিঙ্গাদেরও একটি ঠিকানা আছে, কিন্তু জোনায়েদ সাকির মত উদ্বাস্তু রাজনীতিবিদের কোন রাজনৈতিক ঠিকানা নেই। আর এই কারণেই তারা বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে রাজনীতিতে কোন ভাবে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেন। আর বিএনপির ভুল ত্রুটি তার চোখে পড়ে না। বিএনপির ব্যর্থতা তিনি দেখেন না। বিএনপি যা বলতে পারে না, সেটি বলেন জোনায়েদ সাকি। একদা চৈনিক বাম নেতা এখন বিএনপির কর্মীদের কাছে বিরক্তির কারণ।

কনের্ল অলি আহমেদ: বিএনপি থেকে বিচ্যুত কনের্ল অলি আহমেদ বিএনপিতে ফিরে আসার জন্য বহুরকম ভাবে চেষ্টা করেছেন। কিন্তু বিএনপি তাকে বিশ্বাস করে না। তারেক জিয়া তাকে বিশ্বাস করে না। কিন্তু তাতে কি! তিনি এখন বিএনপির চেয়েও বড় বিএনপি। বিএনপির ভবিষ্যত কি এবং কিভাবে বিএনপি ক্ষমতায় আসবে তা নিয়ে তিনি নানারকম জ্ঞানগর্ব বক্তৃতা দেন। তার বক্তব্য বিএনপি নেতাদের কাছে একট উৎকর চিৎকারের মত মনে হয়। বিএনপির নেতারা তাকে বিশ্বাস করেন না। ভবিষ্যতে হালুয়া রুটি পাওয়া জন্য তিনি বিএনপির বন্দনা করেন। যে তারেক জিয়া তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিএনপি থেকে বের করে দিয়েছেন সেই তারেক জিয়ার স্তুতি এবং পদ্যলেহন করে জীবনের শেষ প্রান্তে এসে তিনি ব্যক্তিত্বহীন এক কৌতুক অভিনেতা হচ্ছেন। এরকম আরও কিছু বিএনপির চেয়েও বড় বিএনপি নেতা আছেন যারা রাজনীতিতে এখন এক ধরনের পরগাছা এবং রাজনীতিতে তারা শুধুমাত্র করুণার পাত্র।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১
শিক্ষা তথ্য পত্রিকার কোন লেখা, ছবি বা ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি