বিএনপির নামে জামায়াত, এনসিপির মিথ্যা অপপ্রচার ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় বন্দর স্কুল ঘাট থেকে বন্দর থানা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে যুবদল নেতা হুমায়ন কবির বলেন, সম্প্রতি ঢাকা মিডফোর্ড হাসপাতালে সামনে আমাদের যুবদল নেতার মৃত্যুকে ঘিরে জামাত শিবির ও এনসিপি নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত দল তারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সারা দেশে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নামে নানা অশ্লীল কথা ও স্লোগান দিচ্ছে যা আমাদের বিএনপি জাতিকে কে আঘাত করেছে আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেই সাথে তার শাস্তি দাবি করছি।
উক্ত বিক্ষোভ মিছিলটি বন্দর স্কুল ঘাট থেকে বন্দর পুলিশ ফাঁড়ি হয়ে বন্দর বাজার প্রদিক্ষণ করে বন্দর ১নং খেয়াঘাটে এসে সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে শেষ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মো. সজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পনির, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হাসান সামিউজ্জামান সৈকত, যুবদল নেতা মোঃ আরিফ, রাসেল প্রধান, মোঃ কামাল, রাতুল হাসান মিশু, মোঃ বিপ্লব, রাজীব, নারায়ন, আলমগীর, আশরাফুল, রোকন, বাবু, নাসির, বিন্নু সহ বন্দর থানা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।