নিজস্ব প্রতিবেদক, সেলিম মাহবুবঃছাতক-দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমরা মিলন-মিজান ভাই-ভাই। একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ আসনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন সহ সকল তরুণ ভোটার এবং সকল জনগণের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে, এ মনোনয়ন আপনাদের কষ্টের ফসল। আমি আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাই। নির্বাচিত হলে আমরা জন-সাধারনের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো।
ছাতক-দোয়ারাবাজারের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সেবার উন্নয়ন নিয়ে কাজ করবো। দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলকে আমরা উন্নত একটি এলাকায় পরিনত করতে চাই। এজন্য আমাদের ও সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সোমবার ১০ নভেম্বর বিকেলে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মো.শফিকুল আলম মতি, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, আলী হোসেন মানিক, রাকিব আলী, সুজন মিয়া, ছাত্রদল নেতা রেদোয়ান আহমদ রিয়াদ।
উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছায়াদুজ্জামান ছায়াদ, এড: আব্দুল কাহার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন বিএনপির
আহবায়ক আব্দুল হক, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস আহমদ, দোলার বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হক, ভাতগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোনা মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলিম, নুরুল ইসলাম, অদুদ মির্জা,চেরাগ আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই লিপু, মো.আমিন উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.সেলিম আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর মো.ছায়াদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো.বশির উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল, খছরু মিয়া, বিএনপি নেতা শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, সামছুল ইসলাম, লায়েক মিয়া, জাহাঙ্গীর হোসেন, আবুল লেইছ, দিলোয়ার হোসেন, লুৎফুর
রহমান, ফখরুল আলম, আব্দুল্লাহ আল মামুন
যুবদলের লিজন তালুকদার, ফয়জুল আহমদ পাবেল, জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম, আব্দুল মোমিন, আব্দুল মোনেম মামনুন, মো.মুহিবুর রহমান, মো.ছায়াদ মিয়া,বদরুল আলম, শাওন আহমদ, এনাম খান, আনামুল মিয়া, মো. কামরান আহমদ, খলিলুর রহমান, আব্দুস শহিদ, দিলোয়ার হোসেন ইমরান, মো.মানিক মিয়া, কাজল মিয়া, তেরাব আলী, মনহাজ আহমেদ, সহিদ আহমদ, জাহাঙ্গীর মিয়া, এ এস মুন্না
ছাত্রদলের মাহবুব আহমদ, ইমদাদুল হক ইমন, মো.আব্দুল আজিজ ফয়সল, সাহেদ ইয়াসিন, জাকির হোসেন লাহিন, আব্দুস সহিদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মাওলানা ইসলাম উদ্দিন।