নারায়ণগঞ্জ-৫ আসনে কেন্দ্রীয় ভাবে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় সাবেক সংসদ সদস্য আবুল কালামের উদ্যোগে বিএনপি নেতা সমাজসেবক আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল কে নিয়ে নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফ জামে মসজিদে ২৪ ডিসেম্বর বুধবার বাদ আছর শুকরিয়া আদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব আবুল কালাম আশা, সদস্য আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, বন্দর ক্লাব লি. সভাপতি জিয়াউল হাসান জিসু, মহানগর বিএনপি সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম পল্লু, সদস্য গাজী সোহেল, ২০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি আলতাফ মাহমুদ, বন্দর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাজী মো. আনসার আলী, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলতাব হোসেন ইব্রাহীম, সাবেক যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, সাবেক সভাপতি মনির হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ মহসিন প্রদান, সদস্য মো. সজল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, বন্দর থানা জাসাস সভাপতি আব্দুর রব মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় ও চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থতা কামনায় দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে বিএনপির হাল ধরার জন্য ও তার সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কদম রসূল দরবার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. শরীফ উল্লাহ।