নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমন্বয় কমিটি।
মঙ্গলবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বীরগঞ্জ উপজেলার সমন্বয় কমিটির আয়োজনে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুসহ অনেকের হতাহতের ঘটনায় বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বীরগঞ্জ উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আবু বক্কর সুমন, মোঃ আল আমিন, ইয়াসিন ইসলাম আবির, মোঃ মেহেরুল ইসলাম। সদস্য মোঃ জসীম উদ্দিন ও মোঃ ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
এ সময় নিহতদের রূহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দলের যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির সারাদেশের নেতাকর্মীদের মঙ্গলবার বাদ আসর দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।