মোঃ শিমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃআজ বিশ্ব বন্ধু দিবস। এই দিনে আমরা স্মরণ করি সেই মানুষগুলোকে, যাদের এক ডাকে মুছে যায় দুঃখ, যাদের পাশে থাকলেই মেলে সাহস আর অনাবিল আত্মবিশ্বাস। বন্ধু মানেই যেন নির্ভরতার আরেক নাম। বন্ধুত্বের মধ্যে লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, শ্রদ্ধা আর সহযোগিতার বন্ধন।
এই দিবসে আমাদের অঙ্গীকার হোক বন্ধুত্ব শুধু আড্ডা কিংবা আনন্দে সীমাবদ্ধ না রেখে দুঃসময়ে যেন পাশে থাকার প্রতিশ্রুতি হয়। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুত্ব হোক শক্তি, হোক সাহস, হোক জীবনের অন্যতম আশ্রয়।