কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্টিত হযেছে। শুক্রবার(০২ জানুয়ারি) রাতে লঞ্চঘাট কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জীবনী সম্পর্কে এ সময় আলোচনা করেন ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ,সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সিনিয়র সদস্য সোলাইমান পিন্টু, আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র সুমন, অর্থ সম্পাদক ফরাজি মো.ইমরান এবং দপ্তর সম্পাদক ফোরকানুল ইসলাম। এ সময় ইউনিটির সদস্যবৃন্দ এবং মেহমানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তার সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বক্তারা দেশ গঠনে বেগম খালেদা জিয়ার অবদান এবং দেশের প্রতি অকৃত্রিম ভালবাসার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইউনিটির দপ্তর সম্পাদক মাওলানা মো. ফোরকানুল ইসলাম।