1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
বেনাপোলে ব্যবসায়ী ও সমাজ সেবক আজিম উদ্দীনের নামে মিথ্যা সংবাদের  নিন্দা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) কমিটি গঠন কলাপাড়া বাজার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১ বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল সম্পাদকের বাসায় বিএনপি নেতা রাসেল এর হামলা কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার পরীক্ষা দেওয়া হলোনা সাংবাদিক আজাদের! কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন বাউফলে পানিতাল কাটতে গিয়ে গাছ থেকে পরে যুবকের মৃত্যু সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ী ও সমাজ সেবক আজিম উদ্দীনের নামে মিথ্যা সংবাদের  নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোল বন্দরে একটি গার্মেন্টস পণ্য চালান জব্দের ঘটনায় জারিন এন্টার প্রাইজ নামে একটি  সিঅ্যান্ডএফ এজেন্সী ও তার মালিক আজিম উদ্দীন গাজীকে জড়িয়ে  স্বার্থন্বেশি মহলের  মিথ্যা ও হয়রানি মুলক সংবাদ  প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মহল। ব্যবসায়ী আজিম উদ্দীন গাজি জানান, ঢাকার গাজীপুর এলাকার শিশির নিটিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৮১ প্যাকেজ বা ২৮ হাজার ৩০০ কেজি (২৮ টন) মালামাল আমদানি করে। যার বিল অব এন্ট্রি নম্বর ১১০৭৬৯। এই পণ্যচালানটি ছাড়করণের দায়িত্ব পায় তার  জারিন এন্টারপ্রাইজ নামে  সি এন্ড এফ এজেন্ট। এসময়    আমদানিকারক পণ্য চালানে অনিয়ম করেছে  কাস্টমস অভিযোগ এনে পরীক্ষা নিরিক্ষার জন্য  সাময়িক জব্দ করে।  সঠিক ভাবে  সরকারকে রাজস্ব পরিশোধ করা হচ্ছে  কিনা সেটি  কাস্টমস কর্তৃপক্ষ দেখে পণ্য চালান খালাসের অনুমতি দেয়। আর সিঅ্যান্ডএফ এজেন্ট কেবল শুল্কের টাকা আমদানি কারকের প্রতিনিধি হয়ে ব্যাংকে পরিশোধ করে  কাস্টমসকে সহযোগীতা করে। এক্ষেত্রে যদি কোন অনিয়মের চেষ্টা করা হয় তার জন্য দায়ী আমদানি বা রফতানি কারক প্রতিষ্ঠান। কাস্টমসের বিধি,বিধান মানতে আমদানিকারক বাধ্য।  কিন্তু  সিঅ্যান্ডএফ ব্যবসার সাথে জড়িত  একটি স্বার্থন্বেশি সাংবাদিক মহল  ব্যবসায়িক ভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে  সিঅ্যান্ডএফ জারিন এন্টার প্রাইজকে  দায়ি করে  কয়েকটি পত্রিকা ও অনলাইনে মিথ্যা ও মনগড়া  সংবাদ প্রকাশ করে।  এছাড়া মনগড়া বিভিন্ন গল্প বানিয়ে সামাজিক মহলে  আমার ভাবমূর্তী ক্ষুন্ন করেছে। এই  মিথ্যা  আক্রশমুলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বেনাপোলের  বিভিন্ন বানিজ্যিক সংগঠনের নেতা ও সাধারন ব্যবসায়ীরা  জানান, আজিম উদ্দীন গাজী সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি  সামাজিক কার্যক্রমের পাশাপাশি  গ্রামের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান।  তাকে জড়িয়ে ষড়যন্ত্র মুলক সংবাদ প্রকাশ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি