পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- ৭ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত ৩ টায় বোয়ালখালী থানার চরণদীপ এলাকায় স্থানীয় সোর্স এবং এলাকার মানুষের তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর রাসেল এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বোয়ালখালীর শীর্ষ সন্ত্রাসী ঘ্যাস বাবুলসহ ৪ জন সন্ত্রাসী ও মাদক বিক্রেতাকে আটক এবং নিম্নোক্ত সরঞ্জমাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃতঃ- লোকাল গান ২ টি,এ্যামোনিশন ৩ টি, দেশীয় অস্ত্র ৫৭ টি,মোবাইল ০৯ টি, গাজা ৭৫০ গ্রাম,দেশি মদ ২লিটার,বৈদেশিক মুদ্রা ৪,৭০০ দেরহাম,নগদ: ৫২,৬৭০ টাকা জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেনাবাহিনীর সুত্রে জানা যায় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা বোয়ালখালী চরণদ্বীপ এলাকার বাসিন্দা। ১ মোঃ বাবুলমিয়া (৫০) মৃত হাসুমিয়া ছেলে গ্রাম চরণদ্বীপ। ২ মোঃ মনজুরুল আলম (৩৭) মৃত আফজাল আহম্মদের ছেলে চরনদ্বীপ। ৩ মোঃমুমিন হোসেন (২৪) মৃত আনুমিয়ার ছেলে চরনদ্বীপ। ৪ মোঃ গ্যাস বাবুল (৫০) মোঃ মুজাহিদের ছেলে চরণদ্বীপ।