1. [email protected] : Gk Russel : Gk Russel
  2. [email protected] : stnews :
ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রিতে স্বাবলম্বী পটুয়াখালীতে কৃষি উদ্যোক্তা মজনু প্যাদ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রিতে স্বাবলম্বী পটুয়াখালীতে কৃষি উদ্যোক্তা মজনু প্যাদ কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে এক নারীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি ৬৪প্রজাতির মাছের অস্তিত্বই নেই হাট বাজারে ‘পটুয়াখালীতে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ বিলুপ্ত’ পটুয়াখালীতে বিএনপির দলীয় কার্যলয়ের উদ্বোধন দশমিনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি, পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি পটিয়ায় যুবদলের দোয়া মাহফিলে বক্তারা জিয়াউর রহমানের নীতি ও আদর্শ নিয়ে সমাজ বির্নিমাণে কাজ করতে হবে বাউফলে একই পরিবারের ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রিতে স্বাবলম্বী পটুয়াখালীতে কৃষি উদ্যোক্তা মজনু প্যাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮ Time View

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন এবং কেঁচো বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন কৃষি উদ্যোক্তা মো. মজনু প্যাদা। তিনি পটুয়াখালরি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দুটি হাউজ ও দুটি রিং স্লাব দিয়ে শুরু করেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও বানিজ্যিক ভাবে কেঁচো বিক্রি। ধীরে ধীরে সার উৎপাদনের পরিধি বাড়িয়েছেন। বাড়ির পাশে টিনের সেড ও দোচালা পলিথিনের ঘরে দুটি হাউজ ও দুটি রিং স্থাপন করে বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও কেঁচ বিক্রি শুরু করছেন। প্রতি মাসে ভার্মি কম্পোস্ট সার ও কেঁচ বিক্রিতে মজনু প্যাদা আয় করেন ২৫-৩০ হাজার টাকা। সরেজমিনে কৃষি উদ্যোক্তা মজনু প্যাদার ভার্মি কম্পোস্ট সারের প্লান্ট ও কেঁচ উৎপাদনের প্লান্ট ঘুরে দেখা যায়, সার তৈরির জন্য স্থাপন করা প্রতিটি হাউজে ৩ থেকে ৪মন গোবর, মাকসবজির উচি।চষ্ট ও কলাগাছের টুকরার মিশ্রন করে প্রতিটি রিং এ ৯কেজি কেঁচো ছেড়ে দেয হয়। তারপর চটের বস্তা দিয়ে রিংক ঢেকে রাখা হয়। এভাবে এক মাস ঢেকে রাখার পর তৈরি হয় ভার্মি কম্পোস্ট সার।

ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের খরচ এবং লাভের বিষয় জানতে চাইলে মজনু প্যাদা বলেন, হাউজ ও রিং স্লাব এবং ঘর নির্মাণসহ মোট খরচ হয় প্রায় ১৩ হাজার টাকা। পরে চাহিদা বেরে যাওয়ায় আরও ৩০ হাজার টাকা খরচ করে হাউজ তৈরি করেছি। এক মাসে উৎপাদন হয় ২ টন কেঁচো সার। প্রতি কেজি সার ১১ টাকা দরে বিক্রি করা হয়। পাশাপাশি প্রতি কেজি কেঁচো ৯ শ’ থেকে ১১শ’ টাকা দরে বিক্রি করি। কেঁচো সার উৎপাদন করে নিজের চাহিদা পূরণ ও বানিজ্যিকভাবে বিক্রি করে আসছি। বাড়তি কেঁচো এবং সার বিক্রি করে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পটুয়াখালীর দশমিন উপজেলার সাতটি ইউনিয়নের কমিনিউটি বেইজড কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২০২১,২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরেগুলোতে কৃষকদের ভার্মি কম্পোস্ট সার ও কেঁচো উৎপাদন প্রদর্শনী দেওয়া হয়েছে। প্রদর্শনীর আওতায় ঘর নির্মাণের জন্য টিন, খুঁটি, রিং এবং কেঁচো দেওয়া হয়েছে।

উপজেলায় প্রায় সরকারি ও নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধ শতাধিক কৃষক ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও কেঁচো বিক্রি করে আসছেন। এছাড়া ৭০-৮০জন কৃষক বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও কেঁচো বিক্রি করে আসছেন। এদিকে মজনু প্যাদা প্রধানের উৎপাদিত কেঁচো সার স্থানীয় কৃষকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন এলাকা থেকে চাষিরা এসে মজনু প্যাদার বাড়ি থেকে সার কিনে নিয়ে চাষাবাদ করছেন। গছানী গ্রামের কৃষক মো. কাজী সরোয়ার হোসেন জানান, মজনু প্রাদার ভার্মি কম্পোষ্ট সার ফসলে ব্যবহার করে ভালো ফলন পেয়েছি। আমার মতো অনেকেই এখন চাষাবাদে ভার্মি কম্পোষ্ট সার ব্যবহার করছেন।

এতে রাসায়নিক সারের তুলনায় খরচ কম, উৎপাদন বেশি হয়। ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ বলেন, পরিবেশবান্ধব ভার্মি কম্পোষ্ট সার মাটির স্বাস্থ্য রক্ষা ও মাটির উর্বরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমেছে। ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি