কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ভিপি নূরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল নারকীয় হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পরে মহিপুর থানা গণ অধিকার নেতৃবৃন্দ এ বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন। কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে যুব অধিকার পরিষদ নেতা এনায়েত উদ্দিন দুলাল, গণঅধিকার পরিষদ ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক মনির মোল্লা, মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে নূরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তারা। এমন দমন-নীতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না বলেও হুশিয়ারি দেন তারা।