1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভূমিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন - শিক্ষা তথ্য
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছাত্রদল নেতার বাবার নেতৃত্বে হামলা, ২ সাংবাদিক আহত ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে- কাজী মনিরুজ্জামান নান্দাইল সমূর্ত্তজাহান মহিলা কলেজের নব মনোনীত এডহক কমিটির সভাপতি এমপি প্রার্থী এডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান এবং সদস্য মো: নুরুল আমিন ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ ★একটি মেসেজ দি-ও★ পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন ছাতকের লেখক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিনের “ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস” প্রকাশিত রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন : এনডিবি র‌্যাব-৬ ঝিনাইদহ ব্যাপারী পাড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে

ভূমিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১০ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার টিয়াখালীর পায়রা বন্দরের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ জমির মালিকগন। বুধবার বেলা ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী।
লিখিত বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী বলেন, কলাপাড়ার ইটবাড়ীয়া মৌজায় পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে পটুয়াখালী ভূমি অধিগ্রহন শাখার মাধ্যমে এল.এ কেস নং-০৬/২০১৮-১৯ এর মাধ্যমে আমাদের ৫৩ জন প্রকৃত ভ‚মি মালিকের জমি অধিগ্রহন করেন। পূর্বে রাখাইন সম্প্রদায় মালিকদের কাছ থেকে আমাদের পূর্ব পুরুষগন ১৯৫৮ইং সন হইতে ক্রয় করে এই জমি দখল স্বত্বসূত্রে ভোগ করে পর্যায়েক্রমে ওয়ারিশ হিসাবে আমরা ভোগবান মালিক দখলকার বিদ্যমান আছি। কিন্তু ভূমি অধিগ্রহন করার পর স্থানীয় ভূমিদস্যু, মামলাবাজ, প্রতারক চক্রের সদস্য কলাপাড়ার ধুলাসার এলাকার আহসান হাবীব কিছু রাখাইন সম্প্রদায়কে ভুল বুঝাইয়া ভ‚য়া ওয়ারিশ দেখিয়ে তাহাদের কাছ আমমোক্তারনামা নিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা সৃষ্টি করিয়া আমাদের মধ্যে জমির অংশ দাবী করিয়া নানাভাবে আমাদের নিকট চাঁদা চাহিয়া হয়রানী করে আসছে।
তিনি তার বক্তব্যে বলেন,  ০৫/০৭/১৯৫৮ ইং তারিখে ২৩৪৯ ও ২৩৫০ নং সাব-কবলা দলিলমূলে আ. মজিদ মিয়া বরাবরে ৪-৩২ একর ভ‚মি হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দিয়া হাল এস.এ ১১৫ ন্ং খতিয়ানের নেবাও মগ নি:স্বত্তবান হন। আর.এস ১৬নং খতিয়ানে ৫.৪১ একর ভূমি নিবাও মগের দ্বিতীয় স্ত্রী মেজাউ মগনী ১৪১/৫৬নং ডিক্রির মাধ্যমে প্রাপ্ত হন। মেজাউ মগনী মারা যাবার পর তার পুত্র গমবুশে মগ ওরফে মংবশি মগ, গমবুশের স্ত্রী নেমউ এবং মংমংশে মগ (পুত্র) কন্যা লালয়ি, সোসোমা ও মিশো, আর.এস তথা হাল এস.এ ১৮০নং খতিয়ানে মালিক দখলকার থাকিয়া মিউটিশণ করাইয়া এস.এ ১৮০ নং খতিয়ানে ৫.৪১ একর ভূমির মধ্যে বিভিন্ন তারিখে ৫টি দলিল মূলে ফকর উদ্দিনসহ বিভিন্ন লোকদেরকে ৫.৪১ একর ভূমি হস্তান্তর করে গংবুশে মগ @ মংবশি গন নি:স্বত্তবান হন।
গংবুশে মগ ওরফে মংবশি মগ এর ওয়ারিশগন এস.এ ১১৫ নং খতিয়ানে কোন ভ‚মি প্রাপ্ত হয়নাই এবং সম্পূর্ন নিঃস্বত্তবান হন। নিঃস্বত্তবান ও দখলবিহিন অবস্থায়  ০১/০১/২০২১ তারিখে ১৩৩৬ নং পাওয়র অব এ্যার্টনি ১১জন লোককে নিযুক্ত করিয়া আমমোক্তারকারী পক্ষে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে দেওয়ানী ১৮৫/২০ নং মোকদ্দমা দায়ের করিয়া ছিলেন। কামরুল ইসলাম আরও বলেন, ১৯৫৬ সন থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৬৭/২০২১ নং মামলার রায় ও ডিক্রি আমাদের পক্ষে। কিন্তু ভূমিদস্যু ও মামলা চক্রের প্রধান আহসান হাবীবসহ আমমোক্তারকারীগন এরপরেও একের পর এক মামলা অনায়ন করে আমাদের নানাভাবে হয়রানী করছে। ফলে ভূমি অধিগ্রহনে জীবন-জীবিকা হারিয়ে জমির মূল্য না পেয়ে আমরা পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছি। এসময় ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার জমির মালিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি