হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নদী তীরবর্তী অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু চেয়ারম্যান বাজার সংলগ্ন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রাজিব হায়দারের সার্বিক তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাসান নগর রহমানিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জসিমুল হক চৌধুরী, ফুয়াদ চৌধুরী, এ.রহমান মডেল মাদ্রাসার চেয়ারম্যান মোঃ হাসনাইন (বাসেত) ও মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক হাসনাইন আহমেদ হাওলাদার প্রমুখ।
বিতরণ কার্যক্রমের উদ্দেশ্য জানতে চাইলে রাজিব হায়দার জানান, মানুষ মানুষের জন্য নিবেদিত থাকুক এবং ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তাহলেই সমাজে কেউ অবহেলিত থাকবে না। মোঃ হাসনাইন (বাসেত) বলেন, সমাজের বিত্তবানদের নিকট আমার অনুরোধ; আপনারাও অসহায়দের জন্য সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ান।