মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন ভূমি অফিস সহায়ক (এএলএসএস) মীর মোহসীন পাবেল ২০২৫ সালের ২০ মে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত অফিসে উপস্থিত থাকছেন না বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, তিনি সপ্তাহে এক-দুদিন অফিসে এসে সারা সপ্তাহের হাজিরা দিয়ে চলে যান। সোমবার (২৮ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি টানা নয় কার্যদিবস অফিসে অনুপস্থিত।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাবেল এখানে ‘পানিশমেন্ট পোস্টিং’ হিসেবে এসেছেন। তার এই অনুপস্থিতির ফলে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ সেবা প্রত্যাশীরা।
ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা মোস্তাক হোসেন বলেন, ভূমি অফিসে কোনো কাগজপত্র জমা দিতে গেলেও সহকারী না থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমরা সাধারণ মানুষ, বারবার যাওয়া সম্ভব না।
আরেক সেবাগ্রহীতা ফারুক মিয়া বলেন, সহকারী না থাকায় কোনো তথ্য বা দিকনির্দেশনা পাচ্ছি না। অফিসে গেলেই শুনি ‘লোক নাই’।
অভিযোগ বিষয়ে জানতে মীর মোহসীন পাবেলের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি সাংবাদিকের পরিচয় শোনার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে নাম্বার বন্ধ করে দেন। ইসলামাবাদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মিজানুল কবির বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তিনি ৯ দিন যাবত অফিসে অনুপস্থিত। আমি বারবার বলেছি, অফিসে নিয়মিত হতে। এতে অফিসের কাজে সমস্যা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমার দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত দায়িত্ব পালনে ব্যর্থতা মেনে নেওয়া যায় না।