বন্দর প্রতিনিধি: মদনপুরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৪ এপ্রিল বিকেলে মদনপুর ফুলহরে আব্দুল মজিদ টাওয়ারে এই স্পেশালাইজড হসপিটাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আজমল খান আস্থার স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে স্পেশালাইজড হসপিটাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা পীর আব্দুল আমির। এছাড়া হসপিটলের শেয়ারহোল্ডারগণ, চিকিৎসকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।