নিজস্ব প্রতিনিধিঃ মধ্য নরসিংপুরে সমাজ কল্যাণ সংসদ ও ফরাজী আন্দোলন শাখার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৪ নভেম্বর বাদ আছর কাশিপুর মধ্য নরসিংপুর স্কুল মাঠ সংলগ্ন ওয়াজ দোয়ার মাহফিল আয়োজন করা হয়।
মিলাদ দোয়ার মাহফিলে ফরায়েজী আন্দোলন মধ্য নরসিংপুর শাখার উপদেষ্টা ও মধ্য নরসিংপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি এস,এম জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন পীর সাহেব, বাহাদুরপুর ও সভাপতি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। প্রধান বক্তা ছিলেন মারকাযুস তালিমুস সুন্নাহ প্রতিষ্ঠাতা,সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। বিশেষ বক্তা ছিলেন মুফতি রেজাউল করীম মাহমুদী খতিব,শাসনগাও শাহী মসজিদ বিসিক নারায়ণগঞ্জ। হাফেজ আতাউল হক সরকার খলিফা বাহাদুরপুর। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ময়ালী প্রধান ও সভাপতি,বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলন। আলহাজ্ব জাকির হোসেন জুয়েল স্বত্বাধিকারী বাধন নীট ফ্যাশন মধ্য নরসিংপুর।
মাহফিল পরিচালনায় ছিলেন আলহাজ্ব মোঃ আমিনুল হক শেরশাহ ধর্ম বিষয়ক সম্পাদক মধ্য নরসিংপুর।সমাজ কল্যাণ সংসদ, এম,এ, কাদির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফতুল্লা থানা বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু বক্কর সিদ্দিক দুলাল,প্রধান উপদেষ্টা মধ্য নরসিংপুর সমাজ কল্যাণ সংসদ। মিলাদ ও দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন মো সোহেল হাসান- সহ তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। এছাড়া উপস্থিত ছিলেন,হাজী আব্দুল বারেক,তাজুল ইসলাম,হাজী খোকন,ইমতিয়াজ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী।