তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ অনেক জল্পনা, কল্পনার অবসর ঘটিয়ে অবশেষে বহুদিন পর দেশ, মাটি ও মানুষের নেত্রী, আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ নায়েক তারেক রহমান সহ দলের সংশ্লিষ্টদের দিক নির্দেশনায় নতুন করে গঠিত হয়েছে বিভিন্ন উপজেলায় ও পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নব কমিটি গঠন করা হচ্ছে সারা দেশে । তারি ধারাবাহিকতায় ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত ফুলপুর এবং তারাকান্দা উপজেলা ও ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলুকে সদস্য সচিব এবং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে ১নং যুগ্ম আহ্বায়ক করে ৯৪ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আমিনুল হককে আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান মোস্তফাকে সদস্য সচিব এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম তোজ্জাম্মেল হক রুবেলকে ১নং যুগ্ম আহ্বায়ক করে ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ও অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। অপরদিকে তারাকান্দা উপজেলায় সাবেক সভাপতি মোতাহার হোসেন তালুকদারকে আহবায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদারকে সদস্য সচিব করে ৯৯ সদস্য বিশিষ্ট আহবান কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা প্যাডে ৯ই ফেব্রুয়ারি রবিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার তালুকদারের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়।