তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ হাজারো জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে ফুলপুর- তারাকান্দার মানুষের দীর্ঘদিনের দাবি, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটেছে। সোমবার (২০শে জুলাই) ময়মনসিংহ টু ফুলপুর রোড়ে BRTC বাস সার্ভিসে শুভ উদ্বোধন করে স্বপ্ন পূর্ণ হয়। এ বাস চালুতে সাধারণ মানুষ ঈদে কিংবা বিভিন্ন উৎসবে যেভাবে যানবাহনের অতিরিক্ত ভাড়ার কবলে পড়ে তার থেকে আশা করি মুক্তি মিলবে। বেলা ১১টায় জেলা প্রশাসক মুফিদুল আলমের দিকনির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা শম্ভুগঞ্জ ব্রিজের মোড়ে উপস্থিত হয়ে উক্ত বাসের পিতা কেটে শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ BRTC রিজিওনাল অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ কামরুজ্জামান, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসাইন প্রমূখ। পরে তারাকান্দা বাসস্ট্যান্ড উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় কেক কেটে উক্ত বাসের শুভ উদ্বোধন করেন। এসময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন তারাকান্দা ও ফুলপুরের ইউএনও সহ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু প্রমূখ।
সর্বশেষ দুপুর ১টায় ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাসস্ট্যান্ড কেক কেটে, যাত্রীদের ফুল দিয়ে বরণ করে BRTC সার্ভিস চালুর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা । এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ.কে.এম সিরাজুল হক, কুদরত, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন, কর্মী এ.কে.এম. আরিফুল হক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ। BRTC এর ৩টি বাস চলবে ময়মনসিংহ ব্রিজ হতে শম্ভুগঞ্জ-তারাকান্দা হয়ে ফুলপুর পর্যন্ত।