তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক) মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ্ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময়ের সাথে ছিলেন ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, তারাকান্দা শাখার সভাপতি হাফেজ আব্দুস সবুর সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় কৌশল ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং আদর্শিক রাজনীতির মাধ্যমে জনগণের পাশে থাকা।
ইসলামি মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই খেলাফত মজলিসের অঙ্গীকার।” তিনি আরও উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। তাই নির্বাচনী মাঠে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উপস্থিত সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন রাখলে প্রার্থী সেগুলোর উত্তর দেন এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভাটি প্রাণবন্ত ও তথ্যবহুল পরিবেশে শেষ হয়।