মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: মন্ডলপাড়ার মরহুম বিদ্যুৎ চাচার ৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৭ সেপ্টেম্বর বাদ মাগরিব জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে না’গঞ্জ প্রমিলা ফুটবল একাডেমীতে এ মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হয়। বঙ্গবীর সংসদ ও নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির সকল খেলোয়াড় দের উদ্যোগে মরহুম মোসলেহ উদ্দিন খন্দকার বিদ্যুৎ চাচার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য থাকে যে,বিদ্যুৎ চাচা ছিলেন বঙ্গবীর সংসদের প্রতিষ্ঠাতা কোচ ও নারায়ণগঞ্জ কুমিল্লা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা।
তাছাড়া শত শত জাতীয় ও খুদে ফুটবল খেলোয়াড়ের কারিগর ছিলেন তিনি। এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যুৎ চাচার স্ত্রী,সুখী, ইতি, পুতুল, শান্ত, ঝুমু, রাত্রি,প্রমিলা ফুটবল দলের সকল খেলোয়াড়। তাছাড়া সাবেক জাতীয় দলের খেলোয়াড় শাহজাদা, সেলিম,লিটন,নিরা,লিখন,শান্ত, আসিফ,কাইফ,আব্দুল্লাহ পারভেজসহ অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের জুনিয়র খেলোয়ারা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ বাসেদ।দোয়া শেষে সকল খেলোয়াড়,কোচ ও কর্মকর্তাদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।