নারায়ণগঞ্জ প্রতিনিধি – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড জিমখানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিয়ে দপ্তর বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মিঠু আহম্মেদ সংবাদ প্রকাশ করেছিলেন বেশ অনেক দিন হয় সে সময় সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের জোড়ালো মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিলো এবং অনেক মাদক কারবারি পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে কারাগারে চলে যেতে হয়েছিলো ।
মাদক ব্যবসায়ীদের নিয়ে সাংবাদিক মিঠুর অনুসন্ধানী প্রতিবেদন গুলো যেমন সমাজের যুব সমাজকে রক্ষার কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তেমনই এসকল সংবাদ প্রকাশের পর নিজের জীবনকে হুমকির সম্মুখীন করেছিলেন সাংবাদিক মিঠু । যুব সমাজ কে মাদকের কবল থেকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হতে হয়েছিলো সাংবাদিক মিঠু আহম্মেদ কে ।
এবার সাংবাদিক মিঠু আহম্মেদ কে চিরতরে হত্যার চক্রান্ত করে দুই লক্ষ টাকা চুক্তি করেন নারায়ণগঞ্জ জিমখানার চিহ্নিত মাদক কারবারি সুজন @চাক্কা সুজন ।সুজন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী যার মাদক বানিজ্য নিয়ে বিগত সময় সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মিঠু আহম্মেদ ।
সংবাদ প্রকাশের পর মাদক বিরুদ্ধি পুলিশের অভিযানে সে সময় গ্রেফতার হয়েছিলেন মাদক ব্যবসায়ী সুজন @চাক্কা সুজন আর এ সুত্র ধরেই গত ৩০\১২\২০২৪ ইং তারিখ সকাল অনুমানিক ১১টায় শেখ রাসেল পার্ক এলাকায় সাংবাদিক মিঠু আহম্মেদ কে দেখতে পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায় সে সময় সাংবাদিক মিঠু টের পেয়ে নিজের জীবন রক্ষার জন্য দ্রুত স্থানত্যাগ করেন ।একই দিন রাত আনুমানিক ৯টার সময় এই বিষয়ে কথা বলতে মাদক ব্যবসায়ী সুজনের বাসার সামনে আমির কসাই এর দোকানের গল্লিতে অবস্থান করা কালে পুনরায় মাদক ব্যবসায়ী সুজন অস্ত্র সহ তার বাহিনীর সদস্যদের নিয়ে সাংবাদিক মিঠুর উপর হামলা চালানোর চেষ্টা করেন সে সময়েও স্থানীয়দের সহায়তায় নিজের জীবন রক্ষা করে দ্রুত নারায়ণগঞ্জ সদর থানার হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
সর্বশেষ সাংবাদিক মিঠু আহম্মেদ বলেন আমি সংবাদ প্রকাশ করেছি আমার দেশের যুব সমাজ কে মাদকের কবল থেকে রক্ষার জন্য এবং এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য কিন্তূ বিনিময়ের আমি এখন আমার নিজের ও পরিবারের জীবন নিয়ে বেশ মুসিবতে রয়েছি যে কোনো সময় আমাকে হত্যা করতে পারেন সুজন @চাক্কা সুজন ।আমাকে হত্যার জন্য দুই লক্ষ্য টাকা চুক্তি করেছেন যা মাদক কারবারি সুজন প্রকাশ্যেই রাসেল পার্ক এলাকায় বলেছেন এবং এর সত্যতা আমি পেয়েছি যাদের সঙ্গে বসে এই পরিকল্পনা করেছিলেন নাঃগঞ্জ জিমখানার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করি সুজন @চাক্কা সুজন ।
এমতবস্তায় আমি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিজের জীবনের নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে কোন সময় যে কোন ধরনের অঘটন ঘটাতে পারে এজন্য অনতিবিলম্বে অভিযুক্ত মাদক কারবারি ও হত্যার পরিকল্পনাকারি সুজন @ চাক্কা সুজন কে গ্রেফতার করে তার পরিকল্পনার অংশে কে কে ছিলেন তা বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আমাকে ও আমার পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে সহযোগিতা করুন বলেন সাংবাদিক মোঃ মিঠু আহম্মেদ ।