পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জসিম উদ্দিন এর অর্থায়নে গতকাল ১১ ই অক্টোবর শনিবার পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন তাজেদারে মদিনা সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি পানির ফিল্টার উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সকিউটিভ সেক্রেটারি এপে. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জসিম উদ্দিন, ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, সার্ভিস ডাইরেক্টর এপে. আবদুল্লাহ ফারুক রবি,ফ্লোর মেম্বার নাফিজ করিম চৌধুরী,মাদ্রাসা পরিচালক মোহাম্মদ ফোরকানসহ অন্যরা প্রমুখ।এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া মানুষের জন্য যে মানবতার কাজ করে যাচ্ছে তা সমাজের অন্য সংগঠনের চেয়ে ব্যাতিক্রম। পটিয়ায় মাদ্রাসা শিক্ষা বিস্তারে মাসব্যাপি মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ বিতরন করে ইতিমধ্যে এপেক্স ক্লাব অব পটিয়া মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান। পরে একটি পানির ফিল্টার উপহার হিসাবে মাদ্রাসা পরিচালকের হাতে তুলে দেয়া হয় এবং সংগঠনের ফ্লোর মেম্বার, কেক ফ্লেভারের কর্ণধার নারী উদ্দ্যেগতা এপে. ঋতু আকতারের জন্মদিন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয় ও সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।