স্টাফ রিপোর্টার: আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে দীর্ঘ চথচলায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ১৩ই অক্টোবর সোমবার দিনব্যাপী ভালো থাকার উৎসব অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গী ফ্লোটিং পার্কে জাকজমকপূর্ণ আয়োজনে এই মানবিক উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ই আ ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মারুফা আক্তার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল হক, মহিলা বিষয়ক অধিপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা সহ অন্যান্য।
মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের সঞ্চালনায় ভালো থাকার উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী প্রধান ও মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তিনজন রোগীকে ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা এবং একজনকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩২জন শিক্ষার্থীকে সনদপত্র ও ১৩জন প্রশিক্ষক এবং ৫জন নারী উদ্যোক্তাসহ ৮টি স্বেচ্ছাসেবী এনজিও সংস্থাকে সম্মাননাপত্র প্রদান করা হয়। আনন্দ বিনোদনে স্বেচ্ছাসেবীরা উজ্জীবিত হয়ে আলোকিত নারায়ণগঞ্জ গড়ার ঘোষণা করে সামাজিক ও মানবিক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিসহ সকল বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে মানব কল্যাণ পরিষদ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সততা ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে।