মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জানাজা শেষে মায়ের কবরে শায়িড করা হলো নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা রিপনের মরদেহ৷ গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মাসদাইর নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়৷ এর আগে দেওভোগে ও কেন্দ্রীয় কবরস্থানের সামনে দু’টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়৷ নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই আহাম্মদ আলী রেজা রিপন সোমবার সকাল সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন৷(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজেউন) স্বজনরা জানান, ৫৫ বছর বয়সী রিপন সকালে হার্ট-অ্যাটাক করেন৷ তাকে দ্রুত শহরের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলেও সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ আলী রেজা রিপনের মৃত্যুতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুনকা কুটিরে ভিড় করে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান।