মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নের নির্বাহী সদস্য বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব জাকির হোসেন জমাদারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে দুস্থপরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ২৮ই মার্চ আজ শুক্রবার শিলই ইউনিয়ন বিশিষ্ট ব্যবসায়ী স্বনামধন্য প্রতিষ্ঠানের মাস্টার ওভারসীজ প্রাঃ লিঃ এর স্বত্তাধীকারী ট্রাভেলস বিজনেস ম্যান জনাব জাকির জমাদারের উদ্যোগে এক হাজার পাচঁশ দুস্থপরিবারের মাঝে লুঙ্গি ও শাড়ি ঈদ উপলক্ষে বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব জাকির হোসেন জমাদার বলেন, আসসালামু আলাইকুম সালাম পবিত্র ঈদুল ফিতরের আমার প্রাণ প্রিয় এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ যাতে সম্প্রীতভাবে এবং সুন্দর ভাবে পালন করতে পারে সে আশা ব্যার্থ রাখছি আমি আমার পক্ষ থেকে আমাদের আজকে যাকাতের কিছু লুঙ্গি ও শাড়ি মানুষের জন্য সবাই সুন্দর শৃংখলভাবে নেওয়ার জন্য ধন্যবাদ। এ-সময় উপস্থিতি ছিলেন বিতরণকালে, শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ সালাউদ্দিন ফারুক মিয়া ও শিলই ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সাইদ বেপারী এছাড়াও নুরু মেম্বার, হাসেম ভূঁইয়া, রফিক জমাদ্দার, সিরাজুল জমাদ্দার, মফিজুল বেপারী,আসলাম দেওয়ান,সাইফুল বেপারী, জজ মিয়া মাস্টার, নুর ইসলাম ফকির, বাচ্চু বেপারি অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।