1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মুন্সিগঞ্জে সাবেক এমপিসহ ৩২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেনি পুলিশ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুলের সঙ্গে সাতক্ষীরার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার মানবিক সেবায় মানব কল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভালো থাকার উৎসব অনুষ্ঠিত বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে : মোমিন মেহেদী দোয়ারাবাজারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভুইয়া’ স্লোগানে গুইমারায় বিএনপির নির্বাচনী প্রচারনা শুরু রূপগঞ্জে শবনম ভেজিটেবল অয়েল মিলে অগ্নিকাণ্ড রূপগঞ্জে আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কক্সবাজার র‍্যাব-১৫ ও ৬৪ বিজিবি যৌথ অভিযানে শীর্ষ মাদক কারবারি তাজ উদ্দিন আটক

মুন্সিগঞ্জে সাবেক এমপিসহ ৩২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেনি পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৩ Time View

মুন্সিগঞ্জ প্রতিনিধি – শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী মো. আব্দুল মতিন (৫৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক এমপিসহ ৩২০ জনের বিরুদ্ধে আদালতের আদেশের পরও মামলা রুজু করেনি পুলিশ। শুক্রবার আদালতের নির্দেশের ১৫ দিন পেরিয়ে গেলেও মামলা রুজু করতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ আব্দুল মতিন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত আরশেদ আলীর ছেলে। জানা গেছে, গত বছরের ৪ আগষ্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও থানারপুল এলাকা থেকে মানিকপুর এলাকার জেনারেল হাসপাতালের সড়কে ছাত্র-জনতা ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়।

এসময় কৃষিব্যাংক মোড় এলাকায় বাম হাতের কব্জি ও আঙ্গুলে গুলিবিদ্ধ হন বিএনপি মতিন। গুলিতে তার বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে চূর্ণ হয়। এ ঘটনায় চলতি বছরের ২৭ মার্চ গুলিবিদ্ধ মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর ৩১০/২০২৫। মামলাটিতে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন ও আমিনুর রহমান হারুন শিকদারসহ ১৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরো ১০০-১৫০ জনকে আসামী করা হয়।

এদিকে, ওইদিনই আদালত মামলাটিকে এফআইআর হিসেবে গ্রহন করতে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তথাপি নিদের্শের ১৫ দিন অতিবাহিত হলেও শুক্রবার পর্যন্ত থানা পুলিশ মামলাটি রুজু করেনি। এ ব্যাপারে মামলার বাদী গুলিবিদ্ধ মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বলেন, এ পর্যন্ত মামলা রুজু করেনি। এমনকি অমাার সঙ্গে পুলিশ কোনো প্রকার যোগাযোগ পর্যন্ত করেনি। এ প্রসঙ্গে সদর থানার ওসি-তদন্ত সজিব দে জানান, আদালতের আদেশের কপি পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে। এখনও থানায় আসেনি। আসলে মামলাটি গ্রহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি