বিশেষ প্রতিনিধিঃঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একজন যাত্রী ৫৫ বছরের মোজাম্মেল নামক নিহত হয়েছেন। আহ/ত হয়ে আরও তিন ʼজন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে হতাহ/তের ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসসহ মৌমিতা পরিবহনের দুʼটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্দ জনতা। বিকেল চারটার দিকেও সড়কে আগুন জ্বালিয়ে সড়কটি অবরোধ করে রাখতে দেখা যায় তাদের।